সিংড়ায় শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ব্যক্তিগত উদ্যোগে এক হাজার শীতার্ত ব্যক্তিকে কম্বল দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট.জুনাইদ আহমেদ পলক। শনিবার উপজেলার বিলদহর ইদগাহ মাঠে চামারী ইউনিয়নের ১ হাজার শীতার্ত ব্যক্তির মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন। ইতোমধ্যে তিনি উপজেলায় ১১ হাজার ৬০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট. আসাদুল ইসলাম আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওদুদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রশিদুল মৃধা, সিংড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হাসান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার,ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী চামারী ও কলম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, ইতোমধ্যেই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পৌরসভায় আড়াই হাজারসহ উপজেলায় ১১ হাজার ৬০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আগামীতেও শীতার্তদের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর