মহানগর আওয়ামী লীগের সভা অনুুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কর্তৃক মেট্রোরেল উদ্বোধন হওয়ায় উপস্থিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়।
সভায় বক্তারা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজশাহী ঐতিহাসিক মাদ্রসা ময়দানে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন।
জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল স্তরের নেতাকর্মীবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী ৩০ ডিসেম্বর ২০২২ খ্রি: তারিখ শুক্রবার গণতন্ত্রের পুনঃরুদ্ধার দিবসে বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হবে এবং সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে। জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় আগামী ০৭ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী জানানোর পর আলোচনা করে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর সংবর্ধনার আয়োজন করা হবে।
বক্তারা আরো বলেন, যারা দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে চাই এবং রাষ্ট্রবিরোধী ও নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত, সে সকল সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং ওয়ার্ড পর্যায়ে যারা বিশৃঙ্খলা করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আব্দুস সালাম, তোজাম্মেল হক বাবলু, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ সেলিম, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আল সুমন প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর