শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে পাচারকৃত রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার রাতে পাচারের সময় এসব সার জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৫ বস্তা সার জব্দ করেন।
উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, বুধবার রাতে আদমদীঘি বাজার এলাকায় সার বিক্রেতা মেসার্স খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর দোকান থেকে ট্রাকে করে অন্যত্র সার পাচার করছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই সারগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৫ বস্তা সার জব্দ করে এবং এসব সার নিলাম দিয়ে বিক্রির মাধ্যমে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।