সর্বশেষ সংবাদ :

দুর্গাপুর তিন কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন এমপি মনসুর

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। উন্নয়নমূলক এসব কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি ১০ লাখ টাকা।
মঙ্গলবার দিনব্যাপী নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন সাংসদ ডা. মনসুর রহমান।
পাঁচটি উন্নয়নমুলক প্রকল্পের মধ্যে রয়েছে, উজানখলসী বাজার থেকে রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা, বাদইল স্কুল হতে তেবাড়িয়া পুঠিয়া রাস্তা পর্যন্ত পাকা রাস্তা, বাদইল ইউজেডআর হতে ভায়া বড়ইল প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত পাকা রাস্তা, আড়ইল বাজার হতে কাদেরের বাড়ী হয়ে আকবর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা ও কালভার্ট নির্মাণ।
এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে কয়মাজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিল উদ্দিনের জানাজা নামাজে অংশগ্রহণ করেন সাংসদ ডা. মনসুর রহমান।
এ সময় ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান নিঝুম ও ইসরাফিল আলম।


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ