বড়াইগ্রামে দুই হাজার সাতশ’ কেজি ভেজাল গুড় জব্দ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নকল খেজুরের গুড় তৈরি ও মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে দুই হাজার সাতশ’ কেজি ভেজাল গুড় জব্দ করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে এই অভিযান চালিয়ে আখের চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি এসব নকল খেজুরের গুড় জব্দ করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অপরাধে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমান (৩২) নামে তিন জন নকল গুড় মালিককে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেন।
নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি, চুন, ফেব্রিক্স রং, ফিটকিরি ও সোডা সহ কেমিক্যাল দিয়ে তৈরি নকল এক হাজার ৮শ’ কেজি খেজুরের পাটারী গুড় ও ৯০০ কেজি তরল গুড় উদ্ধার করে। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর নকল গুড় তৈরি ও মজুদ করার দায়ে কে তিনজনকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করে। এ সময় র‌্যাব জব্দ গুড় ও অন্যান্য উপকরণ লোকজনের সামনে বিনষ্ট করে।


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ