পুঠিয়ায় লাশ উদ্ধারের ২২ দিনেও মেলেনি যুবকের পরিচয়

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ২২ দিন আগে বিল থেকে এক যুবকের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখনো ওই লাশ কেউ শনাক্ত করতে পারেনি। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের মাথাসহ কয়েকটি স্থানে জখমের চিহ্ন ছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ওই লাশ দাফন সম্পন্ন হয়।
উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘উদ্ধার হওয়া লাশটি আমাদের এলাকার নয়। আর বিলের নির্জন ডোবায় একটি অজ্ঞাত যুবকের লাশ কীভাবে এল, তা নিয়ে জনমনে শঙ্কা বিরাজ করছে।’
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ওসি আরও বলেন, ‘নাম-পরিচয় নিশ্চিত হলে সহজেই হত্যাকাণ্ডের রহস্য বের করা যায়। আমরা পরিচয় শনাক্তেরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ