সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৭৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম (৪৩)কে আটক করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ধুলাউরি এলাকায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দলের অভিযানে একই এলাকার শরিফপুর গ্রামের আলী হোসেন’র ছেলে রবিউল কে আটক করে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ও দু’টি সীমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে, সকলের সমানে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করে। পরে আলামতসহ তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করে।