সর্বশেষ সংবাদ :

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যু পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
পরিচালনা পর্ষদ কমিটি বুধবার প্রায় দুই ঘন্টা সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে নিশ্চয়ই পোস্টমর্টেম বিষয়টি সংযুক্ত থাকবে।
আজকের এই সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।


প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর