সর্বশেষ সংবাদ :

আসামি ধরতে গিয়ে গোমস্তাপুরে ৪ পুলিশ আহত

 

গোমস্তাপুর প্রতিনিধিঃ

বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার এবং জেলেদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের ফলে ইজারাদার কর্তৃক দায়েরকৃত মামলার আসামি ধরতে গিয়ে গোমস্তাপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আসামি পক্ষ (জেলেরা) কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে।

 

তন্মধ্যে কনস্টেবল সাজ্জাদ হোসেন (২৫) গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে ঘটে। সিংগাবাদ পাথার বিলের ইজারাদার মামুনুর রশিদের দায়ের করা মামলার আসামি ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী এবং এসআই শাহরিয়ার হোসেন দুইজন কনস্টেবলকে নিয়ে বিভিষণ গ্রামে আসামি ধরতে যান। ওই সময় স্থানীয় জেলেরা লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে করে পুলিশ সদস্যগণ আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ | সময়: ৮:৪১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর