সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নানা আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

”সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)” এই স্লোগানকে সামনে রেখে রোববার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়। রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির আয়োজনে সকাল ৯টার দিকে  শিরোইল কলোনী বড় জামে মসজিদ এবং বায়তুল মামুর জামে মসজিদ শিরোইল কলোনী ৪নং গলি থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহখদুম রুপোশ (রহ.) দরগাহ শরীফে গিলাফ দেয়া শেষ করে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ এসে শেষ করেন।

 

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সালাউদ্দিন ও উদযাপন কমিটির আহব্বায়ক ডাক্তার শাহিদ আলীসহ সাহজাহান আলী, খালেদ হোসেন ভোলা, আজাহার আলী মুন্না ,জমসেদ আলী, আসলাম, নজরুল, কাওশার ও সালাহ উদ্দিন। এদের এর পক্ষ থেকে নবী ও রাসুলের প্রেমীকদেরকে আনন্দ র‌্যালিতে আসার অংশগ্রহন করায় এবং সহযোগিতা করায় আইনশৃংখলা বাহিনী সাংবাদিকরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

পবিত্র ১২-ই রবিউল আউয়াল বা ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) মুসলিম জাহানের জন্য অবিস্মরণীয় দিন। দিবসটি পালন উপলক্ষে নগরীর শিরোইল কলোনীসহ সারা শহরের অলিগলী মসজিদ প্রাঙ্গন রঙ্গীন আলোক সজ্জায় আলোকিত করা হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্ব এদিন আল্লাহর শুকরিয়া আদায় করতে মহা-সমারোহে ‘ঈদে- মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে।

 

প্রতি বছরের ন্যায় এবারো গাউছিয়া কমিটি রাজশাহী মহানগর শাখার উদ্যোগে পবিত্র মিলাদ মাহফিল, দরুদ-সালাম, কেয়াম ও সমস্ত মুসলিম উম্মাহ ও দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়ে। আর এই মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে দিবসটির সকল কর্মসূচি শেষ করা হয়।

এছাড়াও আঞ্জুমান-এ আশরাফীয়া বাংলাদেশ রাজশাহী শাখার আয়োজনেও এদিন উপলক্ষে একই কর্মসূচী সকালে পালন করা হয়।

 

 

সানশাইন/তৈয়ব

 

 


প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ | সময়: ৯:১৩ অপরাহ্ণ | Daily Sunshine