সভাপতি আফাজ্জল, সম্পাদকে হেলাল ও ফিরোজ সমান ভোট

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে সভাপতি আফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন ও রাশেদুল হক ফিরোজ সমান ভোটে নির্বাচিত। শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী। অনুষ্ঠানে আরো ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য ও একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান বদরুল হাসান লিটন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল।
এছাড়া নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়াতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা হলেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্রের রাজশাহী প্রতিনিধি নাজিম হাসান। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছরে দায়িত্ব পালন করবেন নুর কুতুবুল আলম। পরের এক বছর নাজিম হাসান।
একই ভাবে সাধারণ সম্পাদক পদেও সমান ভোট পেয়ে প্রথম বছর দায়িত্ব পালন করবেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন। পরের এক বছর সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ | সময়: ৬:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ