রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীতে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিবাদ্যকে সামনে রেখে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
র‌্যালি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বেল্টু। প্রতিপাদ্য বিষয়ক বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মো. শেরশাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সহসভাপতি লিয়াকত আলী, ডা. পেট্রিক বিপুল বিশ্বাস, এ্যাড. মো. ফজলে করিম। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও মহানগর পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিমল কুমার সরকার, আওরঙ্গজেব, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
পবা উপজেলা: পবা উপজেলা সামজসেবা কার্যালয়ের উদ্যোগে এদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীমের সভাপতিত্বে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার। এলাকার ষাটর্ধ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ: শনিবার উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এবং ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নাচোল: শনিবার নাচোল প্রবীণ হিতৈষী সংঘের মধ্যবাজার অস্থায়ী অফিস থেকে র‌্যালি নাচোল বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণ হিতৈষী সংঘের নাচোল শাখার সভাপতি আলহাজ¦ তরিকুল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বটু, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সদস্য নাচোল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি
আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, উপদেষ্টা আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ডা. আনসারুল হক, রহনপুর মহন্ত ষ্টেটের মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, বেসরকারী উন্নয়ন সংস্থা রিকের এরিয়া ম্যানেজার মুকুল মডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আকতারুল ইসলাম চয়ন। আলোচনা শেষে সংগঠনের মৃত্যুবরণ করা ১০ জন সদস্যের স্বজনদের মাঝে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২২ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ