সর্বশেষ সংবাদ :

তানোরে শিবনদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

 

তানোর  প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে শিবনদীর বুরুজ ঘাটে ব্রীজের নিচে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে জামাল হোসেন (৪২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি তানোর পৌর এলাকার বুরুজ মহল্লায়। তিনি ওই মহল্লার মৃত সমতুল্লার পুত্র। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিবনদীর বুরুজ ঘাটে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

পরিবার সূত্রে জানা গেছে, জামাল প্রতিদিনের মতো বুধবার পাতানো কারেন্ট জাল দেখতে শিবনদীতে যায়। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ আকাশ মেঘাছন্ন ও ঝড়বৃষ্টি শুরু হলে ব্রীজের নিচে অবস্থান নেন জামাল। এ সময় বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলে জামাল মারা যায়।

 

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। মৃতের লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনসহ  স্থানীয়রা দাফনের ব্যবস্থা করেন বলে জানান ওসি।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ | সময়: ৮:৩২ অপরাহ্ণ | Daily Sunshine