মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধিঃ
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বাগমারা উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী ‘দীক্ষাদান, মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
উপজেলা গার্ল গাইডের সদস্য কহিনুর বানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েনের রাজশাহী জেলা কমিশনার ও সহকারী অধ্যাপক সাবরীনা শারমিন বনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নাজমা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহীর আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাত জাহান সেতু, ট্র্ইেনার দিলারা বেগম, উপজেলা গার্লস গাইডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শাহানাজ পারভিন, বাংলাদেশ স্কাউট বাগমারা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ের ৭০ টি প্রতিষ্ঠানের শিক্ষক ও গাইডার স্টুডেন্ট উপ¯ি’ত থেকে দীক্ষা গ্রহণ করেন।
সানশাইন/তৈয়ব