সর্বশেষ সংবাদ :

অনন্য রেকর্ডে মুরালিধরন, হেরাথ অ্যান্ডারসনের পাশে ব্রড

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে লড়ছে ইংল্যান্ড। স্বাগতিকদের করা ১৬৫ রানের জবাবে আজ শুক্রবার তৃতীয় দিনে ৩২৬ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ড ব্রড ৩টি উইকেট নিয়েছেন। এই টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২টি উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি বিশ্ব ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে এক ভেন্যুতে ১০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার উইকেট সংখ্যা ১০১টি।
তার আগে সতীর্থ জেমস অ্যান্ডারসন লর্ডসে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। এই তালিকায় আরও আছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধন ও রঙ্গনা হেরাথ। মুরালিধরন অবশ্য তিন ভেন্যুতে ১০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়ে অবসরে গেছেন। তিনি গল, ক্যান্ডি ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এই রেকর্ড ছুঁয়েছেন। স্টুয়ার্ড ব্রড টেস্টে এ পর্যন্ত ৫৫৪ উইকেট শিকার করেছেন।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২২ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ