শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় র্যাব এবং পুলিশের পৃথক অভিযানে একজন বিকাশ হ্যাকার ও মাদক সহ নারী চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশের একটি মুখপত্র জানান, গত তিন মাস পূর্বে বাঘায় থানায় আলামত সহ একজন বিকাশ হ্যাকারকে আটক করে রাজশাহী র্যাব। এ মামলায় অভিযুক্ত আসামী হিসাবে পলাতক ছিলো আবু হানিফ (৪০)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ি হাবাসপুর থেকে তাকে আটক করে র্যাব। আবু হানিফের পিতার নাম আব্দুল হামিদ বলে জানা গেছে।
এর আগে রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহদিপুর গ্রামের শাহিন এর বাড়িতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন বাঘা থানার উপ-পরিদর্শক স্বপন। সেখানে গিয়ে তার স্ত্রী মাদক বিক্রেতা শিখা বেগমকে (৩২) ৯ পয়েন্ট ৬০ গ্রাম হেরোইন, ২৩ পিচ ইয়াবা ও মাদক বিক্রিত ২৮ হাজার টাকা জব্দ করে তাকে থানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃত দু’জনকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।