চারঘাটে আগুনে পুড়লো ভ্যান চালকের ঘর

চারঘাট প্রতিবেদক

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘি সরকার পাড়া গ্রামে মঙ্গলবার ভোর ছয়টার দিকে হতদরিদ্র ভ্যান চালক রিপনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটলে তাৎক্ষণিক এলাকাবাসীর প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও পুড়ে ছাই হয়ে যায় ঘর গুলো ও ব্যাপক ক্ষয়ক্ষতি ও হয় সেই খবর শুনেই ঘটনাস্থলে ছুটে গেলেন  নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন ।

 

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন বলে পরিবার টিকে আশ্বস্ত করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, শলুয়া ইউপি সদস্য মোঃ সোহেল রানা ও স্থানীয় এলাকাবাসী।

 

চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাওছার বলেন, অগ্নিকান্ডের খবর আমরা পাইনি। হয়তো আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে সে কারণেই তারা আমাদেরকে কোন খবর দেয় নাই এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

 

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: আগস্ট ১০, ২০২২ | সময়: ১:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine