নওগাঁয় নিখোঁজের ৯ দিনও সন্ধান মিলেনি রোহানের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিখোঁজ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও এক মাদ্রাসা ছাত্রের সন্ধান এখনও মিলেনি। ওই শিক্ষার্থীর বাবা মাসহ পরিবারের লোকজন আতঙ্কগ্রস্থ দিনযাপন করছেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় ২৪ জুলাই একটি সাধারন ডাইরী করা হয়েছে। ডাইরী নম্বর ১২৭১।
দাখিলকৃত ডাইরী সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নধীন চাকগোয়ালী গ্রামের আব্দুর হমানের পুত্র মোহাম্মদ রোহান (১৭) গত ৪ বছর ধরে নওগাঁ জেলা শহরে আব্দুল জলিল পার্কের উত্তরপাশে অবস্থিত হামিউস সুন্নাহ কারিমিয়া আনওয়ারুল উলুম মাদরাসা কমপ্লেক্সে হেফজ বিভাগের একটি শাখায় পড়াশুনা করছে।
মাদরাসা সূত্রে জানা গেছে গত ২২ জুলাই (শুক্রবার) বিকেলে ছুটির দরখাস্ত দিয়ে বাড়িতে যাবে বলে মাদরাসা থেকে বেড়িয়ে যায়। কিন্তু সে বাড়িতে যায়না। এমনকি মাদরাসাতেও ফিরে আসেনি। পারিবারিক ভাবে আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভব্য সবগুলো স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়না।
মাদরাসা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে রোহানের পিতা আব্দুল রহমান বাদী হয়ে একটি সাধারন ডাইরী করেন। উক্ত আবেদনের ট্র্যাকিং নম্বর এনএলএক্সকে ৮৬।


প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ৪:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ