দেড় কোটি টাকার স্পন্সর পেল যুব হকি

স্পোর্টস ডেস্ক: আল আরাফা ইসলামী ব্যাংক যুব হকির পৃষ্ঠপোষকতা করছে। এবার আরও বড় পরিসরে যুব হকি আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর আগে ৩৯টি জেলার অংশগ্রহণে হয়েছিল আসর। এবার ৫৭টি জেলা অংশ নিতে আগ্রহী এবং ফেডারেশনও প্রস্তুতি নিচ্ছে সেভাবে। হকির এই আয়োজনে পাশে দাঁড়িয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক।
বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বুধবার হকি ফেডারেশন ও আল আরাফা ইসলামী ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও আল আরাফা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানেই হকি ফেডারেশনের হাতে ৫০ লাখ টাকা তুলে দিয়েছে ব্যাংকটি। বাকি ১ কোটি টাকা দুই কিস্তিতে প্রদান করবে তারা। আগামী সেপ্টেম্বরের যুব হকি আয়োজনের পরিকল্পনা হকি ফেডারেশনের। সংস্থাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানালেন, আরও বেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য তাদের।
“২০১৭ সালে ৩৯টি জেলা নিয়ে যুব হকি হয়েছিল। এবার ৫৭টি জেলা আগ্রহ প্রকাশ করেছে। আমরাও তাদেরকে নিয়ে যুব হকি আয়োজনের উদ্যোগ নিয়েছি।” যুব হকিতে খেলবে জেলার অনুর্ধ্ব-১৮ দল। প্রাথমিকভাবে ৮টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে ফেডারেশন।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ