মোহনপুরে হ্যাচারী নিবন্ধন নবায়ন না করায় মালিককে জরিমানা

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার দুই ভাই সোনালী মৎস্য হ্যাচারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মৎস্য হ্যাচারীর নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন না করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের ৪র্থ দিনে কেশরহাট পৌরসভার ফুলশো এলাকার সাবের আলীর মালিকানাধীন হ্যাচারীর নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৬ মাস অতিক্রম হলেও নবায়ন না করে পোনা উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে মৎস্য আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস।
অপরদিকে কেশরহাটে মৎস্য সংরক্ষনে আইনে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে ভাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় দুইশত পঞ্চাশ মিটার কারেন্ট জাল উদ্ধার হলেও বিক্রেতারা জাল ফেলে পালিয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস, প্রসিকিউটিং অফিসার হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ