গোদাগাড়ীতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোটার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে জন প্রতিনিধি,শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে ভুমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর (ইউডিএফ) কর্মকর্তা এম এ মতিন।
ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ভুমি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। রেকর্ডরুম অটোমেশনের ফলে খুব সহজেই জমির পর্চা পাচ্ছে জনগণ। জমির মিউটেশন শতভাগ অনলাইনে করার প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ