রাবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এবারে আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়া ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩০ হাজার ৬৯৩ জন আবেদনকারীর মধ্যে রাজশাহী বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্র রাবিতে পরীক্ষা দিতে বসেছে ১ হাজার ৮৬১ জন ভর্তিচ্ছু।
এদিন পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্র পরিদর্শনে আসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর থেকে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার উদ্যোগটি খুবই ভালো। ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ সকাল থেকেই আমাদের পলিশ প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ইউনিটে ৬ হাজার ৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় লড়তে হবে।


প্রকাশিত: জুন ৪, ২০২২ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ