আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানদের শপথ

আদমদীঘি প্রতিনিধি: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। রবিবার বিকেল ৪টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জিয়াউল হক। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
শপথ নেওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- উজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হক আবু, কুন্দুগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী শামিম উল ইসলাম, আদমদীঘি সদর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, সান্তাহার ইউপির নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি, চাঁপাপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম (মাস্টার), নশরতপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা।
এসময় ছিলেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
গত ৫ জানুয়ারি আদমদীঘিতে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়। আদমদীঘির ৬টি ইউনিয়নের মধ্যে সান্তাহার ইউনিয়নে ইভিএম ও ৫ টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৭ হাজার ১৬১ জন। পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৫৯ জন। মহিলা ভোটার সংখ্যা ৬৮ হাজার ২০২জন


প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ | সময়: ৮:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ