সর্বশেষ সংবাদ :

রহনপুর পৌর মেয়রসহ ২৫ জনের মুক্তির দাবিতে মানববন্ধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ ২৫ জনের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার পৌর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য দেন, পৌর সচিব খায়রুল ইসলাম, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু, মহিলা কাউন্সিলর শেফালী বেগম ও সুফিয়া খাতুন, সাবেক কাউন্সিলর মোজাহার হোসেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবুল মুকিত আপেল ও বিল প্রস্তুতকারী ইসমাইল হোসেন। পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রহনপুর পৌরসভার নুনগোলা প্রসাদপুর মহল্লার মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম গত বছরের ১৬ সেপ্টেম্বর বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলাসহ অন্যান্য অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর আমলী আদালতে মামলা দায়ের করেন। গত সোমবার এ মামলায় জামিন নিতে মেয়র, কাউন্সিলর, শিক্ষকসহ ২৬ জন চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। ওইদিন বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ সবার মুক্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ