সর্বশেষ সংবাদ :

‘নর্ড স্ট্রিম ২’ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের

ঢাকা অফিস: ইউক্রেইনে আগ্রাসন চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসারি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই পাইপলাইনটির মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা রয়েছে।  তবে এই পাইপ লাইনটির কার্যক্রম এখনো শুরু হয়নি। জার্মান চ্যান্সেলরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়া সফর করছেন।  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ বলেন, ‘এখনও যুদ্ধ এড়ানো সম্ভব। ’গত কয়েক মাস ধরেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। মস্কো ইতোমধ্যে পূর্ব ইউরোপে দেশটির সীমান্তে এক লাখ সেনা, ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবারুদ মোতায়েন করেছে বলে দাবি করে আসছে পশ্চিমারা। পশ্চিমা সমর্থিত জোটের সামরিক বিশেষজ্ঞরা রাশিয়ার সেনাবাহিনীর গতিবিধি চুলচেরা বিশ্লেষণ করে চলেছেন। তবে মস্কো প্রথম থেকেই দাবি করেছে তাদের ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা নেই। এদিকে শনিবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, পূর্ণ মাত্রার অভিযান পরিচালনার জন্য যে পরিমাণ সামরিক প্রস্তুতি ও সরঞ্জামের প্রয়োজন তার প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন করেছে রুশ বাহিনী। ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত না করার জন্য গত কয়েক সপ্তাহ ধরে দাবি জানিয়ে আসছে রাশিয়া। একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশটি পূর্ব ইউরোপে মোতায়েন থাকা ন্যাটো সদস্যদের সরিয়ে নেওয়ার কথা বলে আসছে। তবে মস্কোর এমন দাবিকে প্রত্যাখান করেছে ন্যাটো।

সূত্র: বিবিসি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ১২:৫০ অপরাহ্ণ | সুমন শেখ