বিক্ষোভের পর নারী অ্যাক্টিভিস্টদের ‘গ্রেফতার’ করছে তালেবান

আফগানিস্তানের এক নারী এক্টিভিস্টকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার কাবুলের নিজ বাড়ি থেকে মুরসাল আয়ার নামের এই অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করে তালেবান কর্তৃপক্ষ। তবে তালেবান মুখপাত্র তাকে গ্রেফতারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি। এনিয়ে গত কয়েক দিনের মধ্যে ছয় নারী অ্যাক্টিভিস্টকে তুলে নেওয়া হয়েছে।

মুরসাল আয়ারের বিষয়ে তালেবান মুখপাত্র বিলাল করিমি বিবিসিকে বলেন, ‘ঘটনাটি কেবলই ঘটেছে। আমরা এটি খতিয়ে দেখছি।’ গত ১৯ জানুয়ারি পারওয়ানা ইব্রাহিম, তামান্ন পারিয়ানি এবং তার তিন বোন জারমিনা, শফিকা এবং করিমি নিখোঁজ হয়ে যান। তাদের নিয়েও শঙ্কা রয়েছে। আফগানিস্তানে নারী অ্যাক্টিভিস্টদের এভাবে গ্রেফতারের অভিযোগ ওঠায় অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার গ্রুপগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। এই নারী অ্যাক্টিভিস্টরা মধ্য জানুয়ারিতে কাবুলে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। ওই বিক্ষোভে নারীদের চাকুরি, পড়াশোনা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতের দাবি করা হয়। এর কয়েক দিন পর তামান্না পারিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেখান সশস্ত্র ব্যক্তিরা তার বাড়িতে প্রবেশ করছে। ভিডিও শেষ হওয়ার আগে তিনি বলেন, ‘সাহায্য করুন, আমার বাড়িতে তালেবান ঢুকেছে।’ গত শনিবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বলা হয়,  নারী অধিকার সংক্রান্ত সাম্প্রতিক বিক্ষোভ সংশ্লিষ্ট ব্যক্তিদের অদৃশ্য হয়ে পড়া নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেন, ‘আমরা তাদের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ | সুমন শেখ