সর্বশেষ সংবাদ :

একাদশ শ্রেণিতে কোন প্রতিষ্ঠানে আবেদন ও ভর্তি ফি কত ? 

সানশাইন ডেস্ক;

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আজ শনিবার ২৯ জানুয়ারি ।

আবেদন ও নির্বাচনপর্ব শেষে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবার আবেদন ফি ছিল ১৫০ টাকা। নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফিসহ সমস্ত ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ।

সে তথ্য অনুযায়ী ঢাকা মহানগর এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকা মহানগরের বাইরে ৩ হাজার এবং জেলা পর্যায়ে ২ হাজার আর উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা আদায় করা যাবে সর্বোচ্চ ।

নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে । এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করা যাবে । উন্নয়ন ফি আদায় করা যাবে না।


প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ | সময়: ৩:১২ অপরাহ্ণ | সুমন শেখ