রাবিতে শিক্ষার্থীর ছিনতাই হওয়া ফোনসহ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারিকেও গ্রেফতার করেছে নগরীর মতিহার থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম রুবায়েত বাধন (২১)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পূর্ব মেহেরচন্ডির সিরাজুল ইসলামের ছেলে।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় রিকশায় থাকা চলার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক ছাত্রীর ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বাইকে থাকা দুই ছিনতাইকারী। এসময় ওই ছাত্রী রিকশা থেকে পড়ে আহত হন। তার ব্যাগে স্টুডেন্ট আইডি, ব্যাংকের কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা ছিলো। তার অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানা পুলিশ পূর্ব মেহেরচন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে রুবায়েত বাধনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়। তার অপর সহযোগি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ | সময়: ৬:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর