সর্বশেষ সংবাদ :

গেইলের ব্যর্থ লড়াই, স্বস্তির জয় ঢাকার

তামিম-মাহমুদউল্লাহ-আন্দ্রে রাসেলদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গড়েও টানা দুই ম্যাচ হেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে মাহমুদউল্লাহর দল। শুরুতে ক্রিস গেইলের লড়াকু ৩৬ রানের ইনিংসর ওপর ভর করে বরিশাল সংগ্রহ করে ১২৯ রান। জবাবে শুভাগত-মাহমুদউল্লাহর দৃঢ়তা এবং রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতেছে ঢাকা। শুরুতে দুই উইকেট এবং পরে ঝড়ো ৩১ রানে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম-মাহমুদউল্লাহরা জয়ের জন্য পায় ১৩০ রানের রক্ষ্য। খেলতে নামলে বরিশালের দুই পেসার শফিকুল ইসলাম ও আলজারি জোসেফ তছনছ করে ছাড়েন ঢাকার টপ অর্ডার। ১০ রানে তামিম-শাহজাদ-নাঈম-জহুরুলদের হারিয়ে আরেকটি হার চোখ রাঙাছিল তখন। কঠিন এই সময়ে ত্রাতার ভূমিকাতে অবতীর্ণ হয় মাহমুদউল্লাহ-শুভাগত জুটি। দু’জন মিলে পঞ্চম উইকেটে ৬৯ রান যোগ করেছেন। শুভাগত ২৫ বলে ২ চারে ২৯ রান করে আউট হলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল। গত দুটি ম্যাচে ব্যর্থ হওয়া ক্যারিবীয় ব্যাটার অবশেষে ঝড় তুলেছেন এদিন। তার ১৫ বলে অপরাজিত ৩১ রানে ৪ উইকেটের জয় পায় ঢাকা। ৩ চার ও ২ ছক্কায় রাসেল নিজের ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে জয় থেকে এক রান দূরে থাকতে সাকিবের বলে আউট হন দুর্দান্ত এক ইনিংস খেলা মাহমুদউল্লাহ। ৪৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন ঢাকার অধিনায়ক। বরিশালের বোলারদের মধ্যে শফিকুল ইসলাম ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট নেন। এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের ফরচুন বরিশালও। টস হেরে ২৩ রানে তিন উইকেট হারানো বরিশালকে খাদের কিনার থেকে টেনে তুলে সাকিব আল হাসান ও ক্রিস গেইল জুটি। সাকিব ১৯ বলে ২৩ রান করে আউট হলে গেইল দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। শুরুতে ধীরস্থির ভাবে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ বাড়াতে থাকেন এই ব্যাটিং দানব। শেষ পর্যন্ত ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে ইসুরু উদানার শিকার হয়েছেন। এরপর ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। ঢাকার বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া রুবেল, শুভাগত, হাসান মুরাদ, মাহমুদউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ৬:২৩ অপরাহ্ণ | সুমন শেখ