সর্বশেষ সংবাদ :

মাদার তেরেসা পুরস্কার পেলেন চেয়ারম্যান সাগর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর মাদার তেরেসা গোল্ড মেডেলে ভূষিত হয়েছেন। দেশের মধ্যে কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজন হিসেবে তাকে এ মেডেল দেয়া হয়।
সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সার্ক কালচারাল ফোরাম ভারতের উদ্যোগে শনিবার ঢাকায় নিউ চিংড়ি চাইনিজ রেষ্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোড মেডেল-২০২২ প্রদান করা হয়। সংগঠনের অনুষ্ঠান সহযোগি তাসমিয়া আক্তার সানজিদা ও অনুষ্ঠান সমন্বয়কারি প্রেম সাগর মিলনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন ভাষাসৈনিক, বিচারপতি, জাতীয় সংসদ সদস্য, সচিব, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার ব্যক্তিত্ব, সমাজসেবকসহ রাজনীতিবিদ প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ