স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমেরও করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কয়েক দিন ধরে বিএনপির মহাসচিব ও তার স্ত্রী অসুস্থতা বোধ করছিলেন। দলীয় সূত্র জানায়, স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি মহাসচিবের পরিবার দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা মহাসচিবের খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান শায়রুল কবির খান। সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতাকর্মীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ | সুমন শেখ