রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ৫২ হাজার টাকা ফেরত দিলেন কৃষক

সানশাইন ডেস্ক:

অর্ধলাখ টাকা নিয়ে রাজশাহী সিটি হাটে গরু কিনতে যাচ্ছিলেন গোদাগাড়ীর আষাড়িয়াদহ গ্রামের কৃষক ফিরোজ আলী । পথে তাঁর কাছ থেকে ওই টাকা পড়ে যায় । টাকাগুলো কুড়িয়ে পান আরেক কৃষক ইসমাইল হোসেন । পরে টাকা হারানোর মাইকিং শুনে কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে ফেরত দেন তিনি । রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামে এই ঘটনাটি ঘটেছে ।

আষাড়িয়াদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সদস্য শারিকুল ইসলাম বলেছেন, ৫২ হাজার টাকা কৃষক ফিরোজ আলীর লুঙ্গির গোছায় গোঁজা ছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে সিটি হাটে গরু কিনতে যাওয়ার পথে এসব টাকা হারিয়ে যায়। টাকা হারানোর বিষয়টি নওশারা জামে মসজিদের মাইক থেকে প্রচার করা হয়।

কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি তাঁকে জানান চর নওশারা গ্রামের কৃষক ইসমাইল হোসেন। পরে বিকেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফিরোজ আলীকে তাঁর টাকা ফেরত দেওয়া হয়েছে । এ ঘটনায় কৃষক ইসমাইল হোসেনকে সবাই বাহবা দিচ্ছেন। গ্রামে তাঁকে নিয়ে নানা আলোচনা হচ্ছে।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ | সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ