ডা. মুরাদের অস্ত্র জমা নিয়েছে পুলিশ

স্ত্রীর জিডির পর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের লাইসেন্স করা দুটি অস্ত্র জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। রবিবার (৯ জানুয়ারি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ডা. মুরাদের স্ত্রীর জিডির পর তার নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডা. মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলা হয়েছে। থানার নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার (৮ জানুয়ারি) নিজে এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন।” এছাড়াও ডা. মুরাদের স্ত্রীকেও তার লাইসেন্স করা অস্ত্র জমা দিতে বলা হয়েছিল। তিনিও তার অস্ত্রটি জমা দিয়েছেন। তারা দুজনে ধানমন্ডি থানায় তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দুইটি শটগান রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান।  পরে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ হাসান বাসা থেকে বেরিয়ে যান। সেদিন বিকালে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহানারা এহসান।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৫:৩২ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর