মঙ্গলবার, ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলে পঞ্চম ব্যাচের কনস্টেবল ও নায়েকদের ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে।
শনিবার সকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।