বাগমারায় বীরমুক্তিযোদ্ধা বাহার আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কহিতপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বাহার আলী (৬৮) গত বুধবার (৫ জানুয়ারী) বিকেলে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত (৬ জানুয়ারী) রোজ বৃহস্পপ্রতিবার দুপুর সাড়ে ১২ টায় বীরমুক্তিযোদ্ধা মরহুম বাহার আলীর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্য়দায় কহিতপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্য়দায় দাফনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, আফছার আলী, আকবর আলী, আব্দুল খালেক মন্ডল, ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, আ’লীগ নেতা রেজাউল করিম রেজা, ইয়াছিন আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার বীরমুক্তিযোদ্ধাগন।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ