সর্বশেষ সংবাদ :

আমি রাজনীতি করি ইবাদত হিসেবে:শামীম ওসমান

সানশাইন ডেস্ক;

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি রাজনীতি করি ইবাদত হিসেবে, মানুষকে ভালোবেসে।

তিনি বলেন, ১৬ জুন বোমা হামলায় আমার বিশজন লোক মারা যায়। আমার চন্দন শীলের পা নেই তিনি এখনো ইনসুরেন্স কোম্পানিতে কাজ করে খায় । কোনো ধান্দাবাজি করেন না। এতেই আমার গর্ব লাগে। আমি রক্তের মধ্যে শুয়েও বলি শেখ হাসিনাকে বাঁচান ।

তিনি আরো বলেন, মুখোশের অন্তরালে লুকিয়ে থাকারা মুখোশ খুললে আতঙ্কিত হই। নীতি এবং আদর্শ সত্য কথা। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু যেদিন দেশে ফিরে এসেছিলো তখন মোশতাক কী সুন্দর কান্না করছিলো। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, তাজউদ্দীন চান নাই আপনি দেশে ফেরেন। আমার বাবাকে মোশতাকের সাথে যোগ দেয়ার প্রস্তাব দিলে তিনি বলেছিলেন আমাকেও হত্যা করো । আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন শামীম ওসমান ।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ৯:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ