সর্বশেষ সংবাদ :

স্ত্রীর যৌতুকের মামলায় কারাগারে পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার: স্ত্রীর যৌতুকের মামলায় কারাগারে এক পুলিশ সদস্য। মঙ্গলবার মহানগর দায়রা জজ তাকে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৃত আলীম উদ্দিন খানের মেয়ে মোসা. আয়েশা খাতুনের সাথে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর একই উপজেলার নন্দনহাট গ্রামের মোজাম্মেল হকের ছেলে পুলিশ সদস্য সোহান আলীর সাথে বিয়ে হয়। ইসলামী শরীয়াহ মতে এ বিবাহের মোহরানা ছিল দেড় লাখ। বিয়ের প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন ভাল কাটলেও কিছুদিন যেতেই স্ত্রীকে নির্যাতনসহ বিভিন্ন অজুহাতে যৌতুকের চাপ দিতে থাকে ছেলে পক্ষ। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবি করে ছেলেসহ তার মা-বাবা। মেয়ের সুখের জন্য বিধবা মা জমি বিক্রি করে একলাখ ৯৫ হাজার টাকা ধার হিসেবে ছেলেকে দেন।
এর কিছুদিন পর আবারো যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়। পাশাপাশি একই দাবিতে স্ত্রী আয়েশা খাতুনকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। স্থানীয়ভাবে আপোষ মীমাংশা বসলেও কোন সমাধান হয়নি। উপায় না পেয়ে বাদি আয়েশা খাতুন স্বামী সোহান আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ মামলায় স্বামী পুলিশ সদস্য সোহান আলীকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠান।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ