সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিজিবি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুরে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিজিবির রাজশাহীর সেক্টরের কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিজিবি এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। অত্যাধুনিক কলা-কৌশল ছাড়াও তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে কেক কাটার পর তাঁরা প্রীতিভোজে অংশ নেন।


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১ | সময়: ৭:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ