মানবাধিকার দিবসে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকার সুরক্ষা দাও’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক। বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী মানবাধিকার জোটের সদস্য সচিব রাজকুমার সাঁও। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়ক মোহা. সাইফুল ইসলাম, আতিয়া তানসিসা, মোস্তাক আহম্মেদ, ফাতেমা সরকার, নাজমুন নাহার সুমি সহ রাজশাহী জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।
এদিকে নগরীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর লক্ষ্মীপুর মোড় হতে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ ওই মোড়েই শেষ হয়।
র‌্যালিতে অংশ নেন সংগঠনের বিভাগীয় উপদেষ্টা মুর্শিদ কামাল রানা, মূখ্য সমন্বয়ক শামীমা হক, বিশেষ প্রতিনিধি মাহফুজ রহমান (তারেক), রাজশাহী জেলা শাখার সভাপতি সাইফুন্নেসা লিনা, সহসভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক দিপিকা রায় দিনা, আইন বিচার ও সালিশ বিষয়ক নাসিমা আখতার পলি।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ