সর্বশেষ সংবাদ :

রাজশাহী বোর্ড : ইতিহাস ও ইসলামের ইতিহাসে অনুপস্থিত ১৬২৪ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ দুই বিষয়ের পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ৯৪০ জন। এর মধ্যে ৬১ হাজার ৩১৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি ১ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীর তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজশাহী বোর্ডের অধীনে এবার সব বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। বিভাগের আট জেলার ২০০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ