সর্বশেষ সংবাদ :

মোহনপুরে চাঁদা না পেয়ে বাড়ি ভাঙচুর

স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে চাঁদা না পেয়ে ঠিকাদার আলী হোসেন নামের এক ব্যক্তির বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে মোহনপুর থানা এলাকার মৌগাছি ইউপির বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঠিকাদার আলী হোসেন একই গ্রামে আব্দুল্লাহ জমি ক্রয় করার জন্য তৈরী হচ্ছিল। এসময় প্রতিবেশী আসামুদ্দিন তার মাধ্যমে উক্ত জমিটি ক্রয় করার জন্য প্রস্থাব দেন। ঠিকাদার আলী হোসেন তার প্রস্থাবে রাজী না হওয়ায় আসামুদ্দিন আলী হোসেনের কাছ থেকে দু’লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে আনারুল সহ তার পরিবারের সদস্য আসাম উদ্দিন, শহিদুল, শফিকুল, সুফিয়া, সাবিনাসহ ১০-১২ জন হাতে বাঁশের লাঠি, হাসুয়া, লোহার রড ইট দিয়ে আলী হোসেনের বাড়ির সীমানার কাঁটা তার ও সিমেন্টের তৈরী পিলার ভেঙ্গে ফ্ল্যাট বাড়ির জানালায় ভাংচুর চালায়। এতে দুটি জানালার কাঁচ ভেঙ্গে যায়।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে অস্লীল ভাষায় গালমন্দ করে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) হরিদাস মন্ডল জানান। এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: মে ২০, ২০২৪ | সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ