সর্বশেষ সংবাদ :

প্রার্থীদের নিয়ে ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের সিদ্ধান্ত স্থগিত

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী ম্যাজিস্ট্রেট রূপম দাস, থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফ, চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস প্রতীক) নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ প্রতীক), সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া প্রতীক), সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ (মোটরসাইকেল প্রতীক), সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার প্রতীক) ও সোহরাব হোসেন (জোড়া ফুল প্রতীক) সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যানের প্রার্থীরা।
সম্প্রতি গত ৫ মে ফেসবুক লাইভে এসে প্রতীক বরাদ্দের পর বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চেয়ারম্যান পদে দুজন প্রার্থী নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত মতবিনিময় সভায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও যে কোন আইনী সহায়তা দেওয়ার আশ^াসের প্রেক্ষিতে নির্বাচনের মাঠে ফিরে আসার ঘোষনা দিলেন বর্জনকৃত দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (কাপপিরিচ) ও ঈশ^র চন্দ্র বর্মন (ঘোড়া)।


প্রকাশিত: মে ৮, ২০২৪ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ