বিপিএল রাজশাহী ভেন্যুতে : চট্টগ্রাম আবাহনীর কাছে পাত্তাই পেলনা ঢাকা ব্রাদার্স ইউনিয়ন

স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে (বিপিএল) শনিবার (২৭ এপ্রিল) রাজশাহী ভেন্যুতে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাছে পাত্তাই পেলনা ঢাকার ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এ ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৫-০ গোলের বিশাল ব্যবধানে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে বিধ্বস্ত করে।
চট্টগ্রাম আবাহনী লিমিটেড ম্যাচের প্রথমার্ধে দু’টি এবং দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে। ম্যাচের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনী লিমিটেড প্রতিপক্ষ ঢাকা ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের গোল সীমানায় একের পর এক আক্রমণ আালাতে থাকে। এরই ফলশ্রুতিতে ম্যাচের প্রথমার্ধের ১৮ মিমিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর নাসিরুদ্দিন চৌধুরী দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তীতে রিয়াজউদ্দিন সাগর দলের পক্ষে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি ফাউলকে কেন্দ্র করে পেনাল্টি থেকে আবাহনীর অধিনায়ক নাইজেরিয়ান ফুটবলার ওয়াওকুউ ডেভিড ইফিগুই গোল করলে ব্যবধান হয় ৩-০। পরবর্তীতে চট্টগ্রাম আবাহনীর আর এক নাইজেরিয়ান ফুটবলার স্কুন পাউল কমলাফি আরও দু’টি গোল করলে চট্টগ্রাম আবাহনী ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার স্কুন পাউল কমলাফি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য রোকনুজ্জামান।
আগামী শনিবার একই ভেন্যুতে বিকেল ৩ টায় ঢাকা ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মোকাবেলা করবে।


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর