বদলগাছীতে আবেদনের ৫ বছর পর পেলেন নলকুপ স্থাপনের লাইসেন্স

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আবেদনের ৫ বছর পর নলকূপ স্থাপনের লাইসেন্স। জানা যায় উপজেলার সদর ইউপির সোহাসা গ্রামের আহম্মদ সরদারের ছেলে মিলন হোসেন ঝঞড নলকূপ স্থাপনে জন্য ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আবেদন করেন।
ততকালীন উপজেলা বরেন্দ্র কর্মকর্তা লাইসেন্স না দিয়ে তালবাহনা করে। ১৬ অক্টোবর বরেন্দ্র উপজেলা কর্মকর্তা মোসাব আলী ও উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন স্বাক্ষরিত লাইসেন্স মিলনকে প্রদান করেন। আবেদন কারী মিলন হোসেন বলেন আবেদন করার পর ততকালীন অফিসার মোটা টাকার দাবী করে জন্যই হয়নি।
এব্যপারে উপজেলা বরেন্দ্র কর্মকর্তা মোসাব হোসেন বলেন মিলন অনেক আগে আবেদন করেছিল তাকে লাইসেন্স প্রদান করা হয়।


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ৬:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ