জনভোগান্তি উপেক্ষা করে রহনপুর পৌর এলাকার একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলো নেসকো

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লি :(নেসকো) টানা ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের ১ম দিনে শনিবার রহনপুর পৌর এলাকার একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে নেসকো। গাছপালা কাটার খোঁড়া অজুহাতে সারাদেশে হিট অ্যালর্ট জারির মধ্যে শনিবার সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার প্রায় ১০টি মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে তারা।আজ রোববার একই সময়ে পৌর এলাকার অপর অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বুধবার জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, শনিবার দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনসাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। শনিবার পৌর শহর রহনপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের দূর্ভোগ পোহাতে হয়েছে বেশি।এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান,টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে।হাসপাতালে জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বিহীন অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে গিয়ে জরুরি বিভাগের একজন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন বলে তিনি জানান। এছাড়া, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা পৌর এলাকায় অবস্থিত গভীর নলকূপের মাধ্যমে বোরো ধান ক্ষেতে সেচ কাজ ব্যাহত হয় বলে জানান কৃষকরা।এ দূর্যোগপূর্ন আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রাখার আহবান জানান তারা।

সানশাইন / শামি


প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ | সময়: ৫:২৯ অপরাহ্ণ | Daily Sunshine