ফেরার ম্যাচে ব্যাটিংয়ে অনুজ্জ্বল সাকিব, বোলিংয়ে ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে ফিরলেন। জয়ে ফিরল তার দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও। তবে ফেরার ম্যাচে ব্যাটিংয়ে রান পাননি সাকিব। ১৪ বলে থেমেছেন ১৯ রানে। তবে বোলিংয়ে পেয়েছেন ৩ উইকেট।
বুধবার সিটি ক্লাবকে হারিয়ে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক হয়েছেন ইয়াসির আলী চৌধুরী। ডানহাতি ব্যাটসম্যান ৫৭ বলে ৭৮ রান করেছেন ৬ চার ও ৪ ছক্কায়। এছাড়া ৬০ বলে ৭২ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কাজী নুরুল হাসান সোহান। দুজন পঞ্চম উইকেট জুটিতে ১৩৮ রান করেন। তাতে বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে শেখ জামাল ৫ উইকেটে ২১৮ রানের পুঁজি পায়।
আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এজন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ৩৪ ওভারে ম্যাচ নেমে আসে। প্রাইম ব্যাংকের শুরুর চার ব্যাটসম্যান কেউ বড় কিছু করতে পারেননি। সাইফ হাসান ১০ রানে আউট হন। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৮ রান। এছাড়া ১৯ রানের দুটি ইনিংস খেলেন সাকিব ও ফজলে মাহমুদ।
লক্ষ্য তাড়ায় সিটি ক্লাবের হয়ে দায়িত্ব নিতে পারেননি কেউ। ত্রিশের ঘর পেরিয়েছেন শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন।
সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমানসংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এছাড়া ২ উইকেট পান শফিকুল ইসলাম। ২১৯ রানের জবাবে সিটি ক্লাব ৯ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেননি। ৪০ রানের জয়ে এক ম্যাচ পর হাসি ফুটল শেখ জামাল শিবিরে।


প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ