গোমস্তাপুর-নাচোল সেচ পাইপ লাইনের নির্মাণ কাজের উদ্বোধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বরেন্দ্রভূমি বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল উপজেলার মধ্যে প্রায় ৭ কি: মি: সেচ পাইপ লাইনের নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। এ উপলক্ষে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের উজিরপুর দিঘি চত্বরে বিএমডিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ অন্যরা। প্রসঙ্গত: প্রায় শত কোটি টাকা ব্যয়ে পূনর্ভবা নদী থেকে সেচের পানি পাইপ লাইনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম হতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের শিবপুর পর্যন্ত প্রায় ৭ কিঃমিঃ পাইপ লাইন বিস্তৃত হবে।এরফলে দুই উপজেলার শত শত বিঘা অনাবাদি জমি সেচের আওতায় আসবে।


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর