মোহনপুরে হারানো ১৫টি ফোন উদ্ধার

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানা এলাকাবাসীর হারানো ১৫টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে এনে দিয়েছেন থানায় দ্বায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ।
এছাড়াও তিনি ভুল নাম্বারে চলে যাওয়া ৮৯৯৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের উদ্ধার করে দেন। ভুক্তভোগীদের দায়ের করা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তিনি।
বুধবার দুপুরে থানা থেকে একযোগে ভুক্তভোগীরা তাদের খোয়ানো ফোন ও টাকা ফেরত পান। ফোন হাতে পেয়ে বেজায় খুশি হন ভুক্তভোগীরা।তারা সঠিক দ্বায়িত্ব পালনে বলিষ্ঠ হওয়ায় এসআই ইব্রাহিম খলিলুল্লাহকে আন্তরিক অভিনন্দন জানান।
ভুক্তভোগীরা জানান, খোয়ানো ফোন ও টাকা ফেরতের বিনিময়ে কাউকে কোন কিছুই দিতে হয়নি। এর আগেও তিনি অসংখ্য ফোন উদ্ধার করে দিয়েছেন। আমরা ইব্রাহিম স্যারের মঙ্গল কামনা করছি।
মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ভুক্তভুগিরা তাদের ফোন ও টাকা হারিয়ে গেলে থানায় সাধারণ ডাইরি করেন। আমি তথ্য-প্রযুক্তির সহোযোগিতা নিয়ে তাদের ফোন ও টাকা বুঝিয়ে দিতে পারেছি। এই জন্য আমি আনন্দিত।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ