রাজশাহী-২ সদরে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। সোমবার শফিকুর রহমান বাদশার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগমী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর থেকে নৌকা প্রতীক পাওয়া মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার সঙ্গে ভোটের মাঠে লড়বেন তিনিও। রাজশাহী সদর আসন নিয়ে ভোটের মাঠে দুই বাদশার লড়াই বেশ জমবে বলে ভোটাররা অভিমত ব্যক্ত করেছেন।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার ঘনিষ্টজন জানান, প্রার্থীতা বাতিল সংক্রান্ত সোমবার আদালতে শুনানি হয়। এতে শুনানি করে দায়িত্ব প্রাপ্ত বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। সোমবার ছিল প্রতীক বরাদ্দের দিন। রাজশাহী এসে স্বতন্ত্রপ্রার্থী শফিকুর রহমান বাদশা প্রতীক বেছে নিয়ে ভোটের মাঠে নামবেন। এ আসন থেকে নির্বাচন করছেন, ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা (নৌকা), জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), বিএনএমের কামরুল হাসান (নোঙর), মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব (ছড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার (ডাব) প্রতীক পান।


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine