ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল হামলায় আহত হয়ে আবুল বাশার ও মো. আব্দুল জলিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় রামেক হাসপাতালে তাদের দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর এক প্রতিনিধি দল । এ সময় তাদের শারিরীক অবস্থা, চিকিৎসার সার্বিক খোঁজখবর ও তাদের যাবতীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা ।

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া আজাদ হিমেল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

উল্লেখ, মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলের মধ্য থেকে বিএনপি নেতাকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন আহত হন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ | সময়: ৭:১৯ অপরাহ্ণ | Daily Sunshine